Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন পরিষদ

খাগড়াছড়ি জেলাধীণ মানিকছড়ি উপজেলার ০১ নং  মানিকছড়ি ইউনিয়ন ইউনিয়ন। এটি নামে,কাজে ও আয়তনে সত্যিই ১ নং । মানিকছড়ি ইউনিয়নের  বুকের একপাশ চিরে বয়ে চলেছে কুমার নদী অন্য পাশ দিয়ে চলে গেছে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী রোড। ইউনিয়নের ভিতর দিয়ে রয়েছে হাজারো মেঠোপথ। রয়েছে খাল,বিল,নালা ইত্যাদি।

১. গ্রামঃ ৪৯ প্রায় টি।

২. জনসংখ্যাঃ প্রায় ২১,৩৯৪ জন। (২০১১ সালের আদমশুমারী অনুসারে)

৩. মোট ভোটার ১৩,৫৯৫ (২০১৭ সালের ভোটার তালিকা অনুসারে)

৪. আয়তন: ৪৯.৮২ বর্গ কি:মি প্রায়।

৫. হাট-বাজারঃ ০২টি।

৬. মসজিদঃ ২৮টি।

৭. মাদ্রাসাঃ ০২ (হাফেজিয়া)।

৮. মন্দিরঃ ১৪টি প্রায়।

৯. বৌদ্ধ মন্দিরঃ ২৪টি।

১০. কলেজঃ ০১টি।

১১. সিনিয়র মাদ্রাসা: ০১টি।

১২. মাধ্যমিক বিদ্যালয়ঃ ০২টি।

১৩. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ঃ ০১টি।

১৪. সরকারী/বেসরকারী প্রাঃ বিদ্যালয়ঃ ১৪টি।

১৫. শিক্ষার হার- ৪৫%

১৬. হাসপাতাল: ০১টি।

১৭. খালের সংখ্যা- ০১টি।

১৮. মোট রাস্তা: ৩৮ কি:মি প্রায়।

১৯. মৌজার সংখ্যা: ০১ টি। (২০৮নং মানিকছড়ি মৌজা)

২০. ব্যাংক: ০২ টি। (সোনালী ও কৃষি)