মানিকছড়িতে প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলায় প্রর্দশিত হয়েছে উন্নয়নের খন্ডচিত্র।
প্রশাসন সূত্রে জানা গেছে, দেশ ব্যাপি ৯-১১ জানুয়ারী ৩দিন ব্যাপি তৃণমূলে প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার উদ্যোগ নিয়েছে সরকার। ফলে মানিকছড়ি উপজেলা প্রশাসন উক্ত উন্নয়ন মেলাকে সফল করতে ব্যাপক আয়োজনের উদ্যোগ নিয়েছে। ৯ জানুয়ারী বর্ণাঢ্য র্যালি ও ফিতা কাটার মধ্য দিয়ে উপজেলা টাউন হল চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার চেয়ারম্যান ম্্রাগ্য মারমা ও ইউএনও বিনিতা রানী। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চেয়ারম্যান ম্্রাগ্য মারমা ও উপজেলা নির্বাহী অফিসার বিনিতা রানী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যন রাহেলা আক্তার,সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অতিথিরা উন্নয়ন মেলা অংশ নেয়া বিভিন্ন দপ্তর ও সংগঠনের স্টল পরিদর্শন করেন। উপজেলার সকল সরকারি দপ্তর, এনজিও, ইউনিয়ন পরিষদ, উপজেলা মহিলা ফোরাম ও মহিলা অধিদপ্তরের অধিনস্থ মহিলা সংগঠনগুলো পৃথক পৃথকভাবে উন্নয়নের দৃশ্যবলী, নকশী কাথা, হাতের নকশা সম্বলতি গৃহে ব্যবহার যোগ্য জিনিস, নানা রঙয়ের পিঠা, কোয়েল পাখির ডিম স্টলগুলোতে শোভা পেতে দেখা গেছে। এছাড়া প্রজেক্টরের মাধ্যমে ২০২১ সালের উন্নয়ন ভিশনগুলো উপস্থাপন করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস