সরকার জাতীয় পর্যায়ে সরকারী ও বেসরকারীভাবে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে ডাটাবেইজ তৈরী করবে। একজন ব্যক্তি সাতটি দেশ ও ২০০ কাজের মধ্য পছন্দ করে আগ্রহী প্রার্থী আবেদন করতে পারবেন। রেজিঃ চলবে ০৪-১০-২০০৩ হইতে ১২-১০-২০১৩ তারিখ এবং সকাল ০৯ টা হতে বিকাল ০৫ টা পর্যন্ত। (শুধু মাত্র চট্টগ্রাম ও খুলনা বিভাগের জন্য প্রযোজ্য)
প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর।
শুধুমাত্র নারী গৃহকর্মী পেশায় বয়স ২৫-৪৫ বছর হতে হবে। অন্যান্য পেশার ক্ষেত্রে মহিলা প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর)
যেকোন দেশের জন্য এই রেজিস্ট্রেশন প্রযোজ্য হবে। তবে প্রার্থী তার পছন্দের পেশায় সর্বাধিক ৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন।
প্রার্থী সর্বমোট ২০০-এর অধিক ট্রেড/পেশা থেকে এক বা একাধিক ট্রেড পছন্দ করতে পারবেন।
এছাড়া যাদের বিশেষ কোন ট্রেড বা পেশায় দক্ষতা নেই, তারা সাধারন কর্মী হিসেবে রেজিস্ট্রশন করতে পারবেন।
তাই বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের স্ব-স্ব ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে রেজিঃ করার জন্য বিশেষ ভাবে বলা হল............ ধন্যবাদ।
প্রযোজনীন পত্রাদিঃ-
১। ক) পাসপোর্ট (এম,আর,পি) যদি থাকে !
খ) ভোটার আইডি কার্ড !
গ) জন্মনিবন্ধন সনদ !
২। নমিনির নাম ও মোবাইল নং
৩। ৩ জন্য আত্নিয়-স্বজন এর নাম ও মোবাইল নং
৪। কাজের অভিজ্ঞতা (যদি থাকে)
৫। ২৫০ টাকা ও আবেদনকারী নিজে সামনে থেকে আবেদন ফরম পুরন করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস