Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়েছে....
বিস্তারিত

১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড গচ্ছাবিল এলাকার মোঃ জহিরুল ইসলাম মোটর সাইকেল দূর্ঘটনায় পায়ে মারাক্তক আঘাত প্রপ্ত হন। অনেক দিন যাবৎ দরিদ্য মেধাবী মোঃ  জহিরুল ইসলামের চিকিৎসার জন্য বাবা-মা ও স্থানীয় বন্ধু-বান্ধব মিলে অনেকের কাছে তার চিকিৎসা পরিচালনা করেন। গত কিছুদিন পূর্বে ডাক্তার যানান তার পায়ের অপারেশন এর জন্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা প্রযোজন এতে করে সে আবার নিজ পায়ে হাটা-চলা করতে পারবে। এর জন্য অত্র ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম এর নিকট সাহায্যের আবেদন করলে তিনি পুর ঘটনা শুনেন এবং মোঃ জহিরুল ইসলাম এর চিকিৎসার জন্য ইউনিয়ন পরিষদের আর্থিক তহবিল হইতে চেকের মাধ্যমে ৮৭,৭৭৫/- (সাতাশি হাজার সাতশত পাঁচাত্তর) টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। এতে তার সাথে আসা সহপাটি ও গণ্য মান্যরা সন্তোশ প্রকাশ করেন। চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন জনাব,মোঃ আবুল কালাম চেয়ারম্যান ১নং মানিকছড়ি ইউ,পি, ৩নং যোগ্যাছোলা ইউপির সম্মাতিন সচিব জনাব মোঃ রফিকুল ইসলাম, ১নং মানিকছড়ি ইউনিয়নের ৪নং ও ৭নং ওয়ার্ড মেম্বার দীপক চক্রবর্তী এবং মোঃ আব্দুল লতিফ এছাড়া স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

ছবি সংযুক্ত :

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
05/01/2015