যোগাযোগ ব্যবস্থা
মানিকছড়ি উপজেলা খাগড়াছড়ি জেলার প্রবেশ দ্বার। চট্টগ্রাম- খাগড়াছড়ি হাইওয়েতে শান্তি ( বিরতিহীন ) বাস ও লোকাল বাসে এবং বিআরটিসি বাস যোগে মানিকছড়িতে আসার যোগাযোগ ব্যবস্থা রয়েছে। চট্টগ্রাম টু খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আমতল নামক স্থান হতে ০১ কি.মি. দূরত্বে ০১ নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ অবস্থিত। আমতল নেমে রিক্সাযোগে অথবা মোটর সাইকেলে ইউনিয়নে পৌঁছা যায়। ইউনিয়নের সিমারেখাঃ
উত্তরেঃ রামগড় উপজেলা হাফছড়ি ইউনিয়ন।
দক্ষিনেঃ ৪নং তিনটহরী ইউনিয়ন।
পূর্বেঃ লক্ষীছড়ি উপজেলার ২নং দুল্যাতলী ইউনিয়ন ও কিছু অংশ ৪নং তিনটহরী ইউনিয়ন।
পশ্চিমেঃ ২নং বাটনাতলী ইউনিয়ন এর অংশ ও ৪নং তিনটহরী ইউনিয়ন এর কিছু অংশ অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস