খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মানিকছড়ি মহামূনি বাসস্টেন্ড এর পশ্চিম পার্শ্বে মহামূনি বৌদ্ধ বিহারটি অবস্থিত। মানিকছড়ি মহামূনি বিহারটি প্রায় একশত বছরের পূরোনো। এখানকার বুদ্ধ মূর্তিটি প্রায় ৫ ফুট লম্বা ও ৩ ফুট প্রস্ত। মং রাজা নিপ্রুসাইন বাহাদুর অষ্টধাতু দিয়ে নির্মিত মহামূনি বুদ্ধ মূর্তিটি মিয়ানমার বা বার্মায় মান্ডাল থেকে নিয়ে আসে। এখানে আসলে আপনি দেখতে পারবেন এখানকার পারিপার্শ্বিক সুন্দর্যের পরিবেশ। বড় বড় অসংখ্য বটবৃক্ষ। ঠান্ডা ও কোলাহলমুক্ত পরিবেশ। প্রতিবছর ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের সময় এখানে মেলা বসে। মেলায় দূরদূরান্ত থেকে অনেক লোকের সমাগম হয়।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস